পরিচিতি

ইসলামের আদর্শিক শিক্ষা, দাওয়াহ্ ও গবেষণা ইনিস্টিউট। বাঙ্গালী মুসলমানদের ইলমি ও আমলি তরক্কীর নিমিত্তে ২০২১ সালে ঢাকার গুলশানে এর যাত্রা শুরু হয়। আজ পর্যন্ত বহু সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে মারকাজ তার আদর্শ ধরে রেখেছে। মারকাজ মনে করে, বিশ্বব্যাপি ইসলামি খেলাফাহ্ কায়েম করার মাঝেই মুসলমান ও অমুসলিম সকলের জন্য রয়েছে কল্যাণ। মানব রচিত কোন বিধানই মানুষ কে ভালো কিছু দিতে পারে না। আসলে মানুষ কোন বিধান প্রণয়ন করার যোগ্যতায় রাখে না। মানুষ বিধান বলতে যা কিছু প্রণয়ন করে, তার সবকিছু অনুমান। আর শক্তিশালী কোরআনের প্রতিদন্দী হিসেবে এগুলো কিছুই না।

তাই আমরা শক্তিশালী কোরআন কে আঁকড়ে ধরেছি, এবং মানব রচিত সকল তন্ত্র কে ছুড়ে মেরেছি। এবং সেই কোরআনের, ভাষা, আদর্শ ও শিক্ষা দিতেই আমাদের এই মারকাজের যাত্রা। আপনি যদি সত্যি আমাদের আদর্শ কে গ্রহণ করে থাকেন, বা আমাদের আদর্শ পছন্দ করেন, অথবা আমাদের কথা শুনতে চান তাহলে আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনার জন্যই আমাদের মারকাজ। আপনি এখানে সব ধরনের বিভাগ পাবেন। এখানে রয়েছে দক্ষ আকিদা ও তাওহীদ বিশেষজ্ঞ, রয়েছে ফকিহ ও মুহাদ্দিস। এছাড়াও রয়েছে আধুনিক ফিতনাহ্ ও জাহালাহ্ সম্পর্কে অবগত বিজ্ঞ উলামায়ে কেরাম ও দাঈগণ।

আপনি সংশয়ে থাকলে তা নিরসনের জন্য রয়েছে আমাদের দাঈগণ। আপনি ফতোয়া তলবকারী হলে তার জন্য রয়েছে আমাদের মুফতিগণ। আপনি ইলম অর্জন করতে ইচ্ছে করলে তার জন্য রায়েছে আমাদের উস্তাযগণ। আর যদি আপনি উত্তম পন্থায় বিতর্ক করতে চান তার জন্যই রয়েছে আমাদের যোগ্য মুনাজির।

আসুন ইসলাম জানুন, বুঝুন ও শিখুন। আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করবো দুনিয়ায় সামান্য ভোগ বিলাসিতা থেকে বের হয়ে যেন আপনি আল্লাহ সুবঃ’র ইবাদাতে মশগুল হতে পারেন। দুনিয়ার ও দুনিয়ার মানুষের গোলামী ছেড়ে আল্লাহ সুবঃ’র গোলামী করতে পারেন। সংকীর্ণ জীবন থেকে একটি প্রশস্ত জীবনে ফিরতে পারেন।